তোমার সবচেয়ে প্রিয় বন্ধুটির সাথে যদি সবসময় ঝগড়া লেগেই থাকে তাহলে মনে করবে সেই বন্ধুটি তোমাকে বা তুমি তাকে সবচেয়ে বেশি ভালবাস যা তোমরা মনের কথা প্রকাশ করতে পারনা। তাই, মনের কথা মনে চেপে না রেখে তাকে বলে দাও এতে করে দুজনের ঝগড়ার মধ্যে যে ভালবাসা লুকিয়ে রয়েছে তা তোমাদের সামনে বেরিয়ে আসবে। মনে রাখবে! ঝগড়া দুজনের দুরত্ব বাড়ায় আর ভালোবাসা দুজন দুজনকে কাছে টেনে নিয়ে দুরত্ব কমিয়ে দেয়। তুমি যাকে পছন্দ কর তাকে বলে দাও আর পছন্দ না হলে সরাসরি না করে দাও। তাই, দুনিয়াতে ঝগড়ার পরিবর্তে ভালোবাসা দেও এবং ভালোবাসা নাও। তাহলে আর দেরী কিসের??? আজ! এখন! এবং এই মুহূর্তে শুরু করে দাও।। --------------------------------------Arif Zaman
স্বাগতম, এই সাইট এ আপনি সকল প্রকার মন ভালো করার গল্প কবিতা পাবেন, শুধু তাই নয়! এই সাইট এর মূল উদ্দেশ্য হল গল্প কবিতার মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো এবং তাদের সকল দুঃখ শেয়ার করা, যাদের মন খারাপ তারা এই সাইট এর কবিতা পড়ুন এবং নিজেকে আধার জীবন থেকে ফিরিয়ে আলোর পথে নিয়ে আসুন।
Friday, 30 September 2016
♡মনের কথা খুলে বলো♡
তোমার সবচেয়ে প্রিয় বন্ধুটির সাথে যদি সবসময় ঝগড়া লেগেই থাকে তাহলে মনে করবে সেই বন্ধুটি তোমাকে বা তুমি তাকে সবচেয়ে বেশি ভালবাস যা তোমরা মনের কথা প্রকাশ করতে পারনা। তাই, মনের কথা মনে চেপে না রেখে তাকে বলে দাও এতে করে দুজনের ঝগড়ার মধ্যে যে ভালবাসা লুকিয়ে রয়েছে তা তোমাদের সামনে বেরিয়ে আসবে। মনে রাখবে! ঝগড়া দুজনের দুরত্ব বাড়ায় আর ভালোবাসা দুজন দুজনকে কাছে টেনে নিয়ে দুরত্ব কমিয়ে দেয়। তুমি যাকে পছন্দ কর তাকে বলে দাও আর পছন্দ না হলে সরাসরি না করে দাও। তাই, দুনিয়াতে ঝগড়ার পরিবর্তে ভালোবাসা দেও এবং ভালোবাসা নাও। তাহলে আর দেরী কিসের??? আজ! এখন! এবং এই মুহূর্তে শুরু করে দাও।। --------------------------------------Arif Zaman
Subscribe to:
Posts (Atom)
-
তোমার পায়ে পা রেখে আমি হাটতে চাই, দেবেকি আমায় তোমার বুকে একটু খানি ঠাই? তোমার কাধে দুহাত রেখে আমি হাটতে চাই, দেবেকি আমায় তোমার বুকে একটু খ...
-
হাজার মানুষের ভিড়ে যেদিন খুজবে তুমি আমায়, ভালোবাসার হৃদয় সেদিন ধিক্কার দেবে তোমায়। নতুন ঘরে তোমার জীবন কাটব অনেক সুখে, আধার ঘরে আমার জীবন ক...
-
পার্ট-১ এসো হাত ধরো হাতে, চলো অন্তহীন পথে, এসো তুমি, আর আমি, দু’চোখে স্বপ্ন হয়ে নামি… “ঐ থাম, হইসে। শাহবাগ মোড়ে এইভাবে চিৎকার করিস,...