স্বাগতম, এই সাইট এ আপনি সকল প্রকার মন ভালো করার গল্প কবিতা পাবেন, শুধু তাই নয়! এই সাইট এর মূল উদ্দেশ্য হল গল্প কবিতার মাধ্যমে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো এবং তাদের সকল দুঃখ শেয়ার করা, যাদের মন খারাপ তারা এই সাইট এর কবিতা পড়ুন এবং নিজেকে আধার জীবন থেকে ফিরিয়ে আলোর পথে নিয়ে আসুন।
Wednesday, 20 July 2016
Friday, 15 July 2016
প্রথম শিহরণ
♥প্রথম শিহরণ♥৫. ভেবেছিলাম সে হয়ত আমার সাথে আর কথাই বলবে না। কিন্তু দেখলাম আমার ধারনা ভুল। সে আগের মতই আমার সাথে গল্প করছে। আমার খুব ভাল লাগল তার ব্যাবহারে। সে হয়ত নিজে থেকেই বুঝতে পেরেছে যে এ ভালবাসা কোন দিন সম্ভব নয়। আমাদের বন্ধুত্ব আগের থেকে আরও ভাল হল। আমাকে সে অনেক কথা বলত নিজের সম্পর্কে। আমার খুব ভাল লাগত তার কথা শুনতে। সেবার আমার জন্মদিনে বছরের প্রথম বৃষ্টি হয়। বিকেলে আমরা তাদের নির্মাণাধীন বিল্ডিং এর ছাঁদে বসে গল্প করছিলাম। হঠাৎ করেই কোন আগাম সংকেত না দিয়েই মুষলধারে বৃষ্টি শুরু হল। আমরা তাড়াতাড়ি নিচে নেমে এসে অসমাপ্ত একটা রুমে আশ্রয় নিলাম। কেউ কোন কথা বলছি না। কিছুক্ষণ পরেই বৃষ্টির তেজ কমে গেল। আমি বাসায় যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। সে কোথা থেকে জানিনা হঠাৎ একটা টুকটুকে লাল গোলাপের কলি বের করে আমার দিকে বাড়িয়ে দিল। তারপর আমাকে হতভম্ব করে দিয়ে আমার ঠোঁটে আলতো করে একটা কিস করল। Happy Birthday to You.সে আর কিছু না বলে বেরিয়ে গেল। আর আমি বজ্রাহতের মত সেই অন্ধকার প্রায় ঘরে দাঁড়িয়ে রইলাম, হাতে একটি লাল গোলাপ নিয়ে।
Thursday, 14 July 2016
কারে বলিবো মনের দুঃখ কে শুনিবে কথা
কারে বলিবো মনের দুঃখ কে শুনিবে কথা, যারে বলি মনের দুঃখ তার মনেই ব্যথা। আপন ভেবে ছিলাম যারে সেও হয়েছে পর, অন্যের ঘরে আলো জ্বালিয়ে ভাঙল আমার ঘর। এখন আমি বরোই একা দেখার কেহ নাই, দুঃখ গুলো ঘিরে রেখেছে আধার দিয়েছে ঠাই। আমার দুঃখ বোঝার মত আপন কেহ নাই, এখনো তোমায় ভালোবাসি বলিনি Goodbye......।। -------------------------------------Arif Zaman
Subscribe to:
Posts (Atom)
-
তোমার পায়ে পা রেখে আমি হাটতে চাই, দেবেকি আমায় তোমার বুকে একটু খানি ঠাই? তোমার কাধে দুহাত রেখে আমি হাটতে চাই, দেবেকি আমায় তোমার বুকে একটু খ...
-
হাজার মানুষের ভিড়ে যেদিন খুজবে তুমি আমায়, ভালোবাসার হৃদয় সেদিন ধিক্কার দেবে তোমায়। নতুন ঘরে তোমার জীবন কাটব অনেক সুখে, আধার ঘরে আমার জীবন ক...
-
পার্ট-১ এসো হাত ধরো হাতে, চলো অন্তহীন পথে, এসো তুমি, আর আমি, দু’চোখে স্বপ্ন হয়ে নামি… “ঐ থাম, হইসে। শাহবাগ মোড়ে এইভাবে চিৎকার করিস,...